১৩ কোটি টাকার বিয়ের আংটি খোয়ালেন অভিনেত্রী, অতঃপর…

ভারতের মুম্বাইয়ের এক নাইট ক্লাব পার্টিতে বিয়ের আংটি খোয়ালেন মার্কিন টেলিভিশন আইকন প্যারিস হিলটন। টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, প্রায় ২০ লক্ষ ডলার মূল্যের আংটিটির দাম। যা ভারতীয় মুদ্রায় ১৩ কোটি টাকার কাছাকাছি।

প্রতিবেদনে বলা হয়, ওই নাইটক্লাবে নাচ করার সময় শূন্যে হাত তুললে তখনই খুলে পড়ে যায় আংটিটি। সে সময় এতই ভিড় এবং অন্ধকার ছিল সে সময় উদ্ধার করা যায় নি।

প্যারিসের বাগদত্তা ক্রিস জিল্কা সঙ্গে সঙ্গে ভিআইপি সেকশনে খুঁজতে শুরু করেন। যেখানে প্যারিস নাচছিলেন তার ঠিক কাছেই হিরের আংটিটি উদ্ধার করেন ক্রিস। কিন্তু ততক্ষণে কেঁদে ভাসিয়ে ফেলেছেন প্যারিস।

প্যারিস তার এই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, আমার জীবনের সবচেয়ে বিভীষিকার দিন এটি। ভেবেছিলাম আর আংটিটা পাব না।

প্যারিস বলেন, আংটিটি বড় এবং খুব ভারি। নাচ করার সময় খুলে বরফের পাত্রে গিয়ে পড়ে। কেউ এটি পাওয়ার আগে ভাগ্যিস আমার প্রেমিক আংটিটি খুঁজে পেয়েছে। না হলে যে কী হত?

এস/