১৩ ঘন্টা পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরের ট্রেন চলাচল শুরু

২৬ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরের ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হয়েছে। ১৩ ঘন্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও এখনও আপ লাইনে চলাচল শুরু হয়নি। পুরোপুরি ট্রেন চলাচল শুরু হতে দুপুর হতে পারে।

২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেনটি রাতে রাজশাহী যাচ্ছিল। পোড়াদহ স্টেশনে ঢোকার মুহূর্তে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি অর্ধেক লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ।

আজকের বাজার: এমএম/ ২৬ আগস্ট ২০১৭