আসন্ন ঈদকে সামনে রেখে ১৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
সোমবার (৪ জুন) সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি চলবে বিকাল পাচঁটা পর্যন্ত।
অগ্রিম টিকিট পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকে স্টেশনেই নির্ঘুম রাত কাটিয়েছেন। ভোর হতে না হতেই লাইন দীর্ঘ হতে থাকে। সকাল ৬টার দিকে লাইনে মানুষের সংখ্যা নির্ধারিত টিকিটের তুলনায় প্রায় ২-৩ গুণ বেড়ে যায়। ফলে অনেক যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন।
আগামী ৫ ও ৬ জুন দেয়া হবে ১৪ ও ১৫ তারিখের আগাম টিকেট। কমলাপুর রেলস্টেশনে যেকোন বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্টেশন কর্তৃপক্ষ।
আরজেড/