১৩ বছর পর ফের দেবে গেল কাপাসিয়া-শ্রীপুর সড়ক

ছবি : ইন্টারনেট

গাজীপুরের কাপাসিয়ায়  ১৩ বছর পর সড়ক ও সড়কের পাশে প্রায় দুই হাজার বর্গফুট জমি সমতল থেকে আবারও ১০ ফুট গভীরে দেবে গেছে। এতে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার ভোরে আকস্মিকভাবে কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণপুর বাজারের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ তীরে এঘটনা ঘটে।

এর আগে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে অনুরূপ ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটেছিল। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সড়কটি মাটি ভরাট করে মেরামত করে এবং স্থানীয়রা মাটি ফেলে জমি কিছুটা উঁচু করেছিল। এঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, সড়ক ও সড়কের পাশের কলাবাগানসহ জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে। ১৬ ফুট প্রস্থের সড়কসহ দেবে যাওয়া জমির দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট এবং প্রস্থ প্রায় ৩০০ ফুট। দেবে যাওয়া অংশে পাকা সড়ক, কলা বাগান, অন্যান্য ফলবাগান ও নদীর তীরের বৃক্ষ রয়েছে। এছাড়া এর দক্ষিণ পাশে কয়েকটি বসতবাড়িও রয়েছে।

স্থানীয়দের ধারণা শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারনে ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

ঘটনার পর কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম ও কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকের বাজার : এমএমএইচ/আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮