পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির পর আগামী ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার হোটেলটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্যিকভাবে হোটেলটি খোলা ও পরীক্ষার জন্য ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের কাছে হোটেলটি হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত,রাজধানীর রূপসী বাংলা হোটেল নতুনভাবে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে যাত্রা শুরু করবে। বিডি সার্ভিসেসের মালিকানাধীন হোটেলটি ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে নতুনরূপে মেরামতের কাজ শুরু হয়। হোটেলের কাজ শেষ করতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় ছিল। কিন্তু ওই সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয় কোম্পানিটি।
কোম্পানিটি জানায়, হোটেল পুননির্মাণের কাজ শেষ করার পাশাপাশি পরীক্ষাগার, কমিশন, ব্যালান্সিং এবং সার্টিফিকেশন সকল যন্ত্রপাতি সম্পন্ন করার পরে ২০১৮ সালে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ বাণিজ্যিকভাবে চালু হবে।