চলতি বছর বন্যায় হাওরের সাত জেলায় প্রায় ১৩ হাজার কোটি টাকার ইরি-বোরো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন ঢাকায় বসবাসরত ওই এলাকার বাসিন্দারা। হাওর অঞ্চলের প্রকৃতিক বিপর্যয়কে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে দ্রুত সরকারি-বেসরকারি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
শুক্রবার,২৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাকাস্থ অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি’ আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়েছে। কৃষি দফতরের বরাত দিয়ে মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, চলতি বছর হাওর অঞ্চলের সাত জেলায় ৯ লাখ হেক্টর জমিতে প্রকৃতির উপর নির্ভরশীল একমাত্র ফসল ইরি বোরো ধান চাষ করা হয়। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন। বর্তমান বাজার দরে যার দাম প্রায় ১৩ হাজার কোটি টাকা। ‘অকাল বন্যায়’ ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে।
তারা আরও জানিয়েছেন, পানির নীচে ডুবে কাঁচা ধান পঁচে নানাবিধ কেমিক্যাল দূষণে ইতোমধ্যে হাওরের ২ হাজার মেট্রিক টন মাছ মরেছে। কাঁকড়া ও ব্যাঙসহ অন্যান্য জলজ প্রাণীর মৃত্যুর পরিমাণের কোনো হিসেব সরকারি-বেসরকারি কোনো তরফেই পাওয়া যায়নি।
ক্ষতি পুষিয়ে উঠতে ১০ দফা দাবি তুলে ধরে বক্তারা বলেছেন, হাওর অঞ্চলের একমাত্র ফসল ইরি বোরো ধানকে অকাল বন্যার হাত থেকে রক্ষার জন্য স্থায়ীভাবে নদী নালা খাল বিলের খনন ও তীরে বাঁধ নির্মাণ করতে হবে। সরকারি ও বেসরকারি সব কৃষি ঋণ মৌকুফ করতে হবে। হাওর অঞ্চলের ভাসান পানিতে মাছ ধরার অধিকার দিতে হবে। বাঁধ নির্মাণে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারদের শাস্তি দিতে হবে। হাওর অঞ্চলে বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সোলায়মান ভূঁইয়া,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিমল রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
আজকের বাজার:এলকে/এলকে/২৮এপ্রিল,২০১৭