১৩ হাজার রান ক্লাবে গেইলের সঙ্গী মালিক

বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান ক্লাবের সদস্য হলেন  পাকিস্তানের শোয়েব মালিক। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এর আগে ১৩ হাজার রানের মাইলফলক  স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরের তৃতীয় ম্যাচে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে অপরাজিত ১৭ রান করেন মালিক। এ ইনিংসের মাধ্যমে  ১৩ হাজার রানের ক্লাবে নাম লেখান মালিক। ৫২৬ টি-টোয়েন্টিতে মালিকের রান এখন ১৩০১০। এরমধ্যে পাকিস্তানের হয়ে ১২৪ ম্যাচে ২৪৩৫ রান করেছেন মালিক। এই সংস্করনে ৮২টি হাফ-সেঞ্চুরি করলেও কোন সেঞ্চুরি নেই তার।
সর্বোচ্চ রানের তালিকায় গেইলের পরই আছেন মালিক। ৪৬৩ ম্যাচে গেইলের রান ১৪৫৬২।

এতদিন ১২ হাজার রানের ক্লাবে মালিকের সঙ্গী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। এখন সেখানে একাই রাজা পোলার্ড। ৬৪১ ম্যাচে ১২৪৫৪ রান নিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন তিনি।
গেইল, মালিক ও পোলার্ড ছাড়াও টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেছেন ভারতের বিরাট কোহলি (১১৯৯৪), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১১৮০৭), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৭৪৫), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১১৪৫৮), ভারতের রোহিত শার্মা (১১১৫৬), ইংল্যান্ডের জশ বাটলার (১০৯০৭) ও নিউজিল্যান্ডের কলিন মুনরো (১০৪৪৬)। (বাসস)