গাড়ি সুবিধা নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন ১৪ হাজারেরও বেশি উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তারা। গাড়ি কিনতে তাদের সুদমুক্ত ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিবে সরকার। একইসঙ্গে গাড়ি ব্যবহারের জন্য মেইনটিন্যান্স ব্যয় হিসেবে প্রতিমাসে ৫০ হাজার টাকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে আগ্রহী কর্মকর্তারা আগামী অক্টোবর মাস হতে এই সুযোগ নিতে পারবেন।
সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের সুপারিশে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এটি অনুমোদন দেয়া হয়েছে।
এ প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন শাখা থেকে এ সংক্রান্ত ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রীম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা-২০১৭ (সংশোধিত)’ প্রজ্ঞাপন জারি করা হয়।
নীতিমালা অনুযায়ী, সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব, বিসিএস (ইকোনমিক) ক্যাডারের যুগ্ম প্রধান বা তদূবর্ধ কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) থেকে তদূবর্ধ কর্মকর্তা এ সুবিধা পাবেন।
তবে উল্লেখিত পদসমূহে চুক্তিতে বা প্রেষণে নিয়োজিতরা এ সুবিধার আওতায় থাকবেন না।
বর্তমানে শুধু যুগ্মসচিব, অতিরিক্ত সচিব পর্যায়ে এ সুবিধা বিদ্যমান রয়েছে। নতুন সংশোধনের ফলে প্রায় ১৪ হাজার ৭৯ জন উপসচিব এ সুবিধার আওতায় আসবে।
আজকের বাজার : এলকে/এলকে ২৬ সেপ্টেম্বর ২০১৭