গণসংযোগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ শনিবার (৬ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল। স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারী করেছে। তাই সেখানে আর যাননি তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সকাল মির্জা ফখরুলের ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তিনি আর যাননি।
তবে কি কারণে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে সে ব্যাপারে কোন কিছু জানাতে পারেননি তিনি।
আজকের বাজার: এসএস/ ৬ জানুয়ারি ২০১৮