১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে সামিটের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিই অ্যালায়েন্স পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি করেছে। কোম্পানিটি ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে এই চুক্তি সই করে।

আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এ চুক্তি হয়

কোম্পানির পক্ষে এসিই অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, বিপিডিবির পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. খালেদ মাহমুদ এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমিন।

এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, এসিই অ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের ৬৪ শতাংশ শেয়ারের মালিকানা সামিট পাওয়ার লিমিটেডের।

জানা গেছে, গাজীপুরের কড্ডায় এ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে সরকার ১৫ বছর বিদ্যুৎ কিনবে।

এই নির্মাণ শেষ হলে কালিয়াকৈরসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংকট কাটবে বলে মনে করছে কোম্পানিটি।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের যৌথ অংশীদারিত্বের প্রতিষ্ঠান অ্যাটকিন অ্যালায়েন্স আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০১১ সালে প্রকল্পটি শুরু করলেও প্রয়োজনীয় পরিমাণ জমি সংগ্রহ করতে না পারায় প্রকল্পটি বেশি দূর এগুতে পারেনি।

এরপর কোম্পানিটির বাংলাদেশি অংশীদারিত্ব (অ্যাটকিন অ্যালায়েন্সের) কিনে নেয় সামিট পাওয়ার; যা এখন বাস্তবায়নের পথে রয়েছে। আগামী বছরের মার্চ নাগাদ প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করছে সামিট।