দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার মধ্যে ছুটির মেয়ার আরও তিনদিন বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করেছে সরকার। রবিববার এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত বুধবার সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি এবং ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সংযুক্ত করা হয়েছে। আর নতুন প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল ১লা বৈশাখের ছুটি সংযুক্ত করা হয়েছে। দেশে করোনাভাইরাস শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে বর্তমানে টানা ১৭ দিনের ছুটিতে দেশ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান