১৪ কোটি হিন্দু ভারতছাড়া হওয়ার আশঙ্কা

এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে এবার ভারতীয় কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া৷ এনআরসি ও নাগরিকত্ব আইনের জেরে ১৪ কোটি হিন্দু নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার৷ একইসঙ্গে দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও মোদি-শাহকে কাঠগড়ায় তুললেন তোগাড়িয়া৷ এরই পাশাপাশি নাগরিকত্ব আইন নিয়েও কেন্দ্রকে দুষেছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা৷

ধাপে ধাপে এবার দেশজুড়ে এনআরসি কার্যকর করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একইসঙ্গে তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শরনার্থীদের নাগরিকত্ব দিতে নয়া আইনও তৈরি করেছে কেন্দ্র৷

ইতিমধ্যেই নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে সরব হয়েছে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল৷ দেশের একাধিক রাজ্যে পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন বহু মানুষ৷ এমনকী কেন্দ্র বিরোধিতায় পথে নেমে মৃত্যুরও ঘটনা ঘটেছে৷

সিএএ ও এনআরসির প্রতিবাদে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিএএ ও এনআরসি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিযে যাওযারও হুঁশিযারি দিয়েছেন মমতা৷ এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ কার্যকর করা হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও একইভাবে কেন্দ্র-বিরোধিতায় সরব৷ কেরলেও কোনওভাবেই সিএএ ও এনআরসি কার্যকর করা হবে না বলে জানিয়েছেন বিজয়ন৷

আজকের বাজার/লুৎফর রহমান