পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো : বাটা সু, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, শমরিতা হসপিটাল, প্যারামাউন্ট টেক্সটােইল, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো, সাফকো স্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মা, ভিএফএস, এএমসিএল (প্রাণ), রংপুর ফাউন্ড্রি ও কাশেম ইন্ডাস্ট্রিজ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানি ১৪টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ১৪টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ১৪টি। বুধবার কোম্পানি ১৪টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।