পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে । এগুলো হলো- এসোসিয়েটেড অক্সিজেন, সেন্ট্রাল ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ফার কেমিক্যাল, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, হাওয়েল টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এমএল ডাইং, প্রাইম টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড ও এসকে ট্রিমস লিমিটেড।
জানা গেছে, আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার কোম্পানি ১৪টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২৩ ও ২৪ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানি ১৪টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ১৪টি।