১৪ দলের শরীক হল ইসলামিক ফ্রন্ট

সুন্নীপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাতদের সংগঠন সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদীর নেতৃত্বাধীন ইসলামি ফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরীক হিসেবে যোগ দিয়েছে।

শনিবার, ১৩ মে সকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভায় ইসলামিক ফ্রন্টকে শরীক হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের বলেন, ‘আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দিয়েছি। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে।’ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশসহ ১৪ দলে বাংলাদেশ তরিকত ফেডারেশন নামেও একটি ধর্মভিত্তিক সুন্নীপন্থী দল রয়েছে।

এছাড়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের একাংশ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের শরীক। ইসলামিক ফ্রন্টের ঐ অংশের নেতৃত্বে রয়েছেন মাওলানা এম এ মান্নান।

আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭