চট্টগ্রামে ১৪ হাজার ইয়াবাসহ এক নারী ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। নাজবীন খান মুক্তা (২৩) নামে ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। আজ রোববার সকালে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকা থেকে মুক্তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি গ্রামের আবুল খায়ের কাজলের মেয়ে। বর্তমানে ঢাকার সেগুনবাগিচায় তাদের বাসা।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, মুক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী ছিলেন। মাদকাসক্ত হওয়ার পর অনিয়মিত হয়ে পড়ায় তার ছাত্রত্ব বাতিল হয়। তিনি ঢাকা প্রিমিয়ার লীগ, মহিলা ক্রিকেট লীগে নিয়মিত অংশ নেন। মহিলা ক্রিকেট আনসার টিমের তিনি একজন নিয়মিত ক্রিকেটার।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে মুক্তা জানিয়েছেন,আগেও কয়েকবার তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে গেছেন। কক্সবাজারের নাহিদ নামে এক যুবকের কাছ থেকে মুক্তা নিয়মিত ইয়াবা সংগ্রহ করেন। ঢাকায় রিপন নামে আরেক যুবকের মাধ্যমে মুক্তা ইয়াবাগুলো বিক্রি করে। এছাড়া নিয়মিত বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে সে ইয়াবা সেবনও করে।
মুক্তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
আজকেরবাজার/আইএম/এস