১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রিলিমিনারি টেস্টের ফল রোববার প্রকাশ করা হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২ এবং স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন।
প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
তথ্য বিবরণীতে আরো জানানো হয়, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ৪ হাজার ১২৯ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জনসহ মোট ১লাখ ৫২ হাজার জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় ২০ দশমিক ৫৩ শতাংশ।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result. লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লি: SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়।