কালমেগি নামে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স উপকূলের উপরে। এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা গতিবেগ আরও বাড়তে পারে। এর আগে টানা চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালিয়েছে এই টাইফুন। এবার তার লক্ষ্য উপকূল। বেশ কিছুক্ষণ টাইফুন তাণ্ডব চালাবে ফিলিপাইন উপকূলে। তারপর এই ঝড় শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে চলে যাবে। ফিলিপাইনের উপকূল অঞ্চল অতিক্রম করতে ১২ ঘন্টা সময় নেবে এই টাইফুন।
বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। আবহবিদরা জানিয়েছেন, এই বছর ‘কালমেগি’ই ফিলিপিন্সের সবথেক বড় ঝড় হতে চলেছে।
ভয়াবহ ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সে দেশের প্রশাসন। সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ স্বভাবতই খুবই উদ্বিগ্ন এই টাইফুন নিয়ে। যদিও ফিলিপিন্স এর আগেও বহু বিধ্বংসী ঝড়ের সম্মুখীন হয়েছে। তবুও এই মারাত্মক টাইফুন সবার ঘুম কেড়ে নিয়েছে। উল্লেখ্য, মহাসাগরে বর্তমানে মাত্র দুটি ঝড় রয়েছে, যার মধ্যে একটি ‘ফেংসেন’ এবং অন্যটি ‘ল্যান্ডমাস’।
আজকের বাজার /ফজলুর রহমান