পুঁজিবাজারের বস্ত্র খাতের তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসকে বন্ডের মাধ্যমে ১৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র ৬২৪তম কমিশন সভায় কোম্পানিটিকে এ অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
সূত্র জানায়, নন-কনভার্টঅ্যাবল, রিডিমঅ্যাবল জিরো কুপন বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। যার বৈশিষ্ট হবে, নন-কনভার্টঅ্যাবল, অ-তালিকাভুক্ত, অনিরাপদ, জিরো কুপন বন্ড। যা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।
কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে ব্যবস্যা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ করবে। আর এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ডটির ট্রাস্ট্রি হিসাবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা। এসময় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৩৪.৮০ টাকা।
আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮