রাজধানীর ১৫২ টি পূজা মন্ডপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান চেক প্রদান করা হয়েছে।
রোববার ( ১৪ অক্টোবর) নগরভবনে এক অনুষ্ঠানে দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ চেক প্রদান করেন।
এসময় মেয়র বলেন, শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে পূজামন্ডপগুলোর আশেপাশের জমে থাকা আবর্জনা ২ দিনের মধ্যে অপসারণ করা হবে।
সভায় ওয়ারি থানার পূজা উৎযাপন কমিটির বাপ্পী রায় বলেন, আমাদের এখানে পূজামন্ডপের পাশে ময়লার কন্টিনার রাখা আছে এছাড়া পাশে ময়লা আবর্জনার স্তুপ রয়েছে।
সূত্রাপুর থানা পূজা উৎযাপন কমিটির নেতারা বলেন, রাজধানীর সবচেয়ে বেশি পূজা মন্ডপ এই এলাকাতে। এখানে ২৭ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যার অনেকগুলোর আশেপাশে ময়লা আবর্জানার কন্টিনার, ময়লার স্তুপ রয়েছে যা পূজার আগে অপসারণ করলে পূজা উৎযাপনে আর কোন সমস্যা থাকে না।
এমন অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে মেয়র সাঈদ খোকন বলেন, আগামী ২ দিনের মধ্যেই এসব অবসারণ করা হবে।
মেয়র বলেন, আমরা সুষ্ঠ সুন্দর পরিবেশে সব অনুষ্ঠান পালন করতে চাই। যেখানে থাকবে না কোন ভয় দ্বিধা। শেখ হাসিনার সরকারের আমলে যে যার ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে পালন করতে পারবে। আমরা সব নাগরিকদের হাসিমুখে দেখতে চাই।
অনুষ্ঠানে রাজধানীর পূজা মন্ডপের প্রতিনিধি ছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহম্মাদ বিল্লাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দীন প্রমুখ।
আজকের বাজার/এমএইচ