ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংক ১৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/আইটিসি) নিয়োগ দেবে। ৪ অক্টোবর বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, সোনালী ব্যাংক লিমিটেডে ৮৫ জন এবং জনতা ব্যাংক লিমিটেডে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ অক্টোবর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
এসব পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুসারে ২২০০০-২৩১০০-২৪২৬০ থেকে ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭