১৫৫ টাকায় বসুন্ধরা পেপারের লেনদেন শুরু

পুঁজিবাজারে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৭২ টাকার শেয়ারের লেনদেন শুরু হয়েছে ১৫৫ টাকা দিয়ে।  সোমবার (২ জুলাই) কোম্পানিটির শেয়ার  সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিডিংয়ে বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইস হিসাবে ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে। যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহের জন্য কোম্পানিটি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে।

আরএম/