মেহরাজ মোর্শেদ : চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে চা বিরতির পর ১৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। ফলে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৮৬ রানের টার্গেট দিতে পেরেছে টাইগাররা।
এর আগে, দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে প্রথম সেশনেই ৫ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। একে একে ফিরে যান সৌম্য, তামিম, ইমরুল, সাকিব এবং নাসির। এরপর মুশফিক-সাব্বিরের ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নাথান লায়নের ঘূর্ণি জাদুতে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সে চেষ্টা।
সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক মুশফিকের ব্যাট থেকে। মমিনুল ২৯ এবং সাব্বির ২৪ রান করেন।ইমরুল কায়েস ১৫, মেহেদী হাসান মিরাজ ১৪ এবং তামিম ইকবাল ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ৬০ রানে ৬ উইকেট শিকার করেছেন অজি স্পিনার নাথান লায়ন। স্টিভ ও’কিফ এবং প্যাট কমিন্স নিয়েছেন ২টি করে উইকেট।
প্রথম ইনিংসে টাইগারদের ৩০৫ রানের জবাবে ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয় অজিরা।
আজকের বাজার : এমএম / ৭ সেপ্টেম্বর ২০১৭