১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও যে জড়িত ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোকদিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়ার স্ত্রী ভোট জালিয়াতি করে জাতির পিতার আত্মস্বীকৃত খুনিকে সংসদে নিয়ে এসেছিলেন। এর মানে কী? শুধু জিয়া নয়, তার স্ত্রীও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে বাধা দিয়েছেন, কারণ তিনি এতে পুরোপুরি জড়িত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃতি করা হয়।
আজকের বাজর/এমএইচ