আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃসংসহ হত্যকান্ড। এই দিনটি ঘাতকরা জাতিকে কলংকিত করেছে। পৃথিবীতে রাজনৈতিক হত্যাকান্ড হয় তবে এমন বিরল ঘটনা আর নেই।
তিনি বলেছেন, এটি এমন একটি হত্যকান্ড যেখানে পরিবারের কেউই বাদ যায়নি। গর্ভবতি মাসহ ৬ বছরের শিশুকেও হত্যা করা হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এদিকে, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে লাখো জনতার স্রোত নেমেছে ভোর থেকেই। এখানে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ৷ সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ৩২ নম্বর চত্বর উন্মুক্ত করে দেয়া হয়৷
এরপর রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানে শুরু হয়৷ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে রাসেল স্কয়ার থেকে কলাবাগান পর্যন্ত রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে৷ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন৷
আজকের বাাজার/এমএইচ