১৫ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ডেসকো, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফরচুন সুজ, জিপিএইচ ইস্পাত, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, সিভিও পেট্রো কেমিক্যাল, সাফকো স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, এমবি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, কোহিনুর কেমিক্যাল এবং হাক্কানি পাল্প লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ১৫টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ১৫টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ১৫টি। রোববার কোম্পানি ১৫টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।