মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ১১টি বগি উদ্ধার করা হয়েছে। ফলে দূর্ঘটনার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে আবারো রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল থেকেই ট্রেনটির উদ্ধার কাজ চলছিলো। ট্রেনে থাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ ছিলো।
তবে উদ্ধার কাজ শেষে এখন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।