জুলাইয়ের শেষের দিকে পেঁয়াজের দাম স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হওয়ায় বর্তমানে পেঁয়াজ-রসুনসহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এছাড়া ভারত থেকে পেঁয়াজ ও চীন থেকে আদা-রসুন আমদানি বন্ধ রয়েছে।’
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, ‘আগামী ১৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক অবস্থায় আসবে।’
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে কেউ যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারে ও বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। আমরা জেলা প্রশাসকদের এসব সমস্যার দিকে লক্ষ্য রাখতে এবং ভেজাল খাবারের বিষয়ে সতর্ক থাকার জন্য বলেছি।’
উল্লেখ্য, গত এক সপ্তাহে ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। আমদানি ও সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে দাবি করেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত মুনাফা করার উদ্দেশে কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে।
ব্যবসায়ীরা জানান, ঢাকার বাজারে বর্তমানে ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও বিক্রি হতো ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, এক সপ্তাহ আগে যা বিক্রি হতো ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে।
আজকের বাজার/এমএইচ