বেসরকারি ক্লিনিক/হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার ফি আগামী ১৫ দিনের মধ্যে জনসম্মুখে প্রদর্শনের (টানানোর) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড. বশির আহমেদ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।
আদেশের পাশাপাশি জারিকৃত রুলে চলমান হাসপাতাল এবং ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের লাইসেন্স অনুমোদন, তাদের সেবার বিষয় তদারকি এবং নিয়ন্ত্রণের জন্য দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ অনুসারে নীতিমালা তৈরির কেন নির্দেশ দেয়া হবে না, সব জেলা সদরের হাসপাতালে আইসিউ/সিসিইউ স্থাপনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এছাড়াও দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ অনুসারে একটি নীতিমালা তৈরির জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং তা আগামী ৬০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে বলেছেন।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে এ আদেশের বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজকের বাজার/এমএইচ