পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারি লিমিটেডের উৎপাদন আজ থেকে আগামী ১৫ দিন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আরও জানা যায়,কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এ কারণে উৎপাদন আজ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ শেষে ১৫ দিন পর প্রতিষ্ঠানটি যথারীতি উৎপাদনে ফিরবে।
উল্লেখ্য, উক্ত ১৫ দিনে প্রতিষ্ঠানটির বিতরণ বিভাগের কাজ (পণ্য সরবরাহের কাজ-বিপিসি থেকে স্টক পর্যন্ত) ও প্রাপ্তি বিবাগ (পেট্রোবাংলা থেকে কনডেনসেট প্রাপ্তি) চলবে।
আজকের বাজার/মিথিলা