আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় এক মাসের আসন্ন এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের আগে দু’দিনের অনুশীলন ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের। সফর শেষে সিরিজ শেষে ১২ মার্চ বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।
টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একমাত্র টেস্ট। তার আগে ১৮ ফেব্রুয়ারি থেকে দু’দিনের অনুশীন ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
টেস্ট শেষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজ হবে- ১, ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুরে ৯ ও ১১ মার্চ হবে দু’টি টি-২০। টি-২০ সিরিজ শেষে দেশে ফিরবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু
১৮-১৯ ফেব্রুয়ারি ২০২০ দু’দিনের অনুশীলন ম্যাচ নিশ্চিত হয়নি
২২-২৬ ফেব্রুয়ারি ২০২০ একমাত্র টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১ মার্চ ২০২০ প্রথম ওয়ানডে (দিবা-রাত্রি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
৩ মার্চ ২০২০ দ্বিতীয় ওয়ানডে (দিবা-রাত্রি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
৬ মার্চ ২০২০ তৃতীয় ওয়ানডে (দিবা-রাত্রি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
৯ মার্চ ২০২০ প্রথম টি-২০ (দিবা-রাত্রি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১১ মার্চ ২০২০ দ্বিতীয় টি-২০ (দিবা-রাত্রি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
আজকের বাজার/লুৎফর রহমান