১৫ ফেব্রুয়ারি সূর্য গ্রহণ। যদিও এই গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। এই গ্রহণটি দক্ষিণ জর্জিয়া, প্রশান্ত মহাসাগর, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনার মতো কয়েকটি দেশ থেকে দেখা যাবে।
এবছর মোট তিনটি সূর্য গ্রহণ রয়েছে, তার মধ্যে একটি বাংলাদেশ থেকে দেখা যাবে।
পৃথিবী ও সূর্যের মাঝে চন্দ্র আসলে সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে, ফলে কোনো স্থানে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণে সূর্য পুরো ঢাকা পড়ে যায় বলে সৌরমুকুট দেখা যায়।
এবারের সূর্য গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী রাত বারোটা ৫৫ মিনিট থেকে শুরু হবে।
নাসার পরামর্শ অনুযায়ী খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিৎ নয়। এরজন্য উপযুক্ত চশমা বা এক্সরে প্লেট সামনে রেখে তার দ্বারা এই দৃশ্য দেখা উচিত। কারণ এই সময়ে সূর্যের ক্ষতিকর রশ্মি এসে চোখের দৃষ্টিকে আক্রান্ত করতে পারে।
আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮