গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বান আগামি ১৫ই মে অনুষ্ঠিত হবে। আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন কমিশন ভবনে এই তফসিল ঘোষণা করেন। এর আগে নির্বাচন নিয়ে বৈঠকে বসে কমিশন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ই এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩শে এপ্রিল। আর যাচাই বাছাই ১৫-১৮ই এপ্রিল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গাজীপুরে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনায় ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন।
উল্লেখ, গাজীপুর সিটি করপোরেশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ই অক্টোবর এবং খুলনার ২৫শে সেপ্টেম্বর।
এস/