করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র থেকে বড়, সব পর্যায়ের ঋণ গ্রহীতাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই, পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে আবারও বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, যারা ঋণ নিয়েছেন তাদের জন্য ২ মাসের ঋণের সুদ স্থগিত করা হয়েছে। অর্থনীতির চাকা সচল ও রোজার কারণে ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সুরক্ষার বিষয়টি খেয়াল রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। সবাইকে সুরক্ষিত রাখতে সরঞ্জামের অভাব নেই। চিকিৎসক, মাঠ প্রশাসন, আইনশৃংখলা বাহিনী ও মিডিয়া কর্মীদের নিজের সুরক্ষিত রাখারও আহবান শেখ হাসিনার।