পাঁচ বছর সাফল্যের সঙ্গে যাত্রীপরিবহন করে ষষ্ঠ বর্ষে পদার্পন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার ২০১৩ সালে ৯ জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।
৫ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময় অনুযায়ী ফাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে ইতিমধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে এবং দেশের জনপ্রিয় বিমানসংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
তিনি বলেন,সাফল্যের ৫ বছর অতিক্রম করে ৬ষ্ঠ বছরে পদার্পনের অঙ্গীকার হবে আমাদের যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নতযাত্রী সেবা নিশ্চিত করা।
নভোএয়ার ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১৫ লাখেরও বেশিযাত্রী সেবা দিয়েছে । নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফাইট পরিচালনা করছে। বর্তমানে নভোএয়ারের বহরে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের চারটি নিজস্ব উড়োজাহাজ রয়েছে। ভবিষ্যতে আরও উড়োজাহাজ বহরে যুক্ত হতে যাচ্ছে।
আজকের বাজার : এসএস / ওএফ/ ৮ ডিসেম্বর ২০১৮।