দেশের বিভিন্ন জেলার ১৫ জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে এমপিও সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, ‘বিভিন্ন জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ এমপিও সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে এমপি ভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে আবেদন করলেও রিট আবেদনকারীদের এমপিও তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এর প্রতিকারে তারা হাইকোর্টে রিট করেন।’
ওই ১৫ শিক্ষক হলেন- দিনাজপুরের রুনা আকতার, হুমায়ুন কবির, ধনপতি রায়, নীলফামারীর হিমান্দ্র রানী রায়, শাহানা আকতার, মরিয়ম সিদ্দিকা, শাহিনা আকতার, চাপাইনবাবগঞ্জের আবু তালহা মোহাম্মদ আজিজুর রহমান, কুড়িগ্রামের আজিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫ জন শিক্ষক ওই রিট আবেদন করেন।
সেই রিটের শুনানি নিয়ে আদালত তাদের এমপিও সুবিধা দিতে রায় ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ