গত বছর আয়োজিত প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও মাঠে গড়াচ্ছে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। আজ হোটেল লা মেরিডয়িানে আসরের ট্রফি উমোমাচন ও জার্সি প্রদর্শনের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, পৃষ্টপোষক ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার ও টেকনো বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বক্তব্য রাখেন।
১৫ সেপ্টেম্বর থেকে ২৭২ টি স্কুল নিয়ে শুরু হবে বিভাগীয় পর্যায়ের খেলা। আট বিভাগের শীর্ষ ১৬ দল খেলবে চুড়ান্ত পর্বে।
ফাইনাল ৩০ অক্টোবর। টুর্নামেন্টের বাছাইকৃত ৩৬ ফুটবলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বুট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ। এছাড়া সেরা ছয় খেলোয়াড় পাবে ইংল্যান্ডের ম্যানচেষ্টর সিটির অ্যাকাডেমিতে প্রশিক্ষনের সুযোগ।
গত বছর রাজশাহীর সোনাদীঘি স্কুল ঢাকার শাহীন স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম আসরের সেরা তিন খেলোয়াড় ব্রাজিলে প্রশিক্ষনের সুযোগ পেয়েছিল।
মূলত বাংরাদেশের ফুটবলকে এগিয়ে নিতেই গত বছর থেকে এ আয়োজন করে আসছে ইউনিলিভার কোম্পানী।
আজকের বাজার/লুৎফর রহমান