নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভোলার মেঘনা নদী থেকে ১৫ হাজার মিটার জালসহ ৩৩ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
বুধবার গভীর রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার মেঘনা নদীর ভোলার খাল, কোড়ার হাটসহ বিভিন্ন স্থান থেকে এসব জেলেদের আটক করে।
উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান জানিয়েছেন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার জাল সহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের একবছর করে কারাদণ্ড প্রদান করা হয়। আর জব্দকরা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
সূত্র – ইউএনবি