ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আওয়ামী লীগ বিপুল বিজয় পেয়েছে। ১৬০ ইউপির চেয়ারম্যান পদের মধ্যে ১৩১টিতেই বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।
এর মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। তাদের মধ্যে শুধু বাগেরহাট জেলাতেই রয়েছেন ৩৮ জন। ২৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। একটির ফল স্থগিত করা হয়েছে।
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। একই দিনের দেশের বিভিল্পু স্থানে নয়টি পৌরসভায় ভোট নেয়া হয়। নয়টি মেয়র পদের মধ্যে তিনটিতে আগেই আওয়ামী লীগ মনোনীতরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। বাকী ৬টির মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান