ত্রিদেশীয় সিরিজে নিজেদের ২য় ম্যাচে ১৬৩ রানের বিশাল ব্যবধানে জিতলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ৩২০ রানের বিশাল স্কোর দাড় করায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া সাকিব ও মুশফিক উভয়ই অর্ধশতক রান করেন।
২য় ইনিংস এ ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট পড়তে থাকে শ্রীলংকার। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৫৭ রানে থমকে যায় শ্রীলংকার ইনিংস। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ রান করেন থিসিরা পেরেরা। দিনেশ চান্ডিমাল ২৮ রানে রান আউট হন। বাংলাদেশের পক্ষে সাকিব ৩টি ও মাশরাফি, রুবেল ২টি উইকেট সংগ্রহ করেন।