ত্রিদেশীয় টি২০ সিরিজে মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটে বাংলাদেশকে ১৬৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে আফগানিস্তান।
ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ১২.৫ ওভারে ৮৯/৪।
এর আগে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সফরকারীরা।
নবী ৫৪ বলে ৭টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৮৪ রানের হার না মানা ইনিংস উপহার দেন। এছাড়া আসগর আফগান করেন ৩৭ বলে ৪০ রান। আফগানের ইনিংসটি ২টি ছক্কা ও ৩টি চারে সাজানো।
টাইগারদের পক্ষে সাইফ উদ্দিন ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪টি উইকেট লাভ করেন। বাকি ২টি উইকেট পান সাকিব আল হাসান। তিনি দেন ১৮ রান।