১৬ আগস্টের মধ্যে পোশক শ্রমিকদের বোনাস!

১৬ আগস্টের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) সচিববালয়ে পোশাক কারখানার জন্য গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর-কমিটির সভায় এ আহবান জানান তিনি।

প্রতিমন্ত্রী কারখানার সক্ষমতা ভেদে চলতি মাসের আংশিক বেতন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ১৯ আগস্টের মধ্যে দেওয়ার আহ্বান জানান।

মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদ সকলের জন্য আনন্দের। আর সেই আনন্দ যেন গরীব মেহনতি শ্রমিকরা উপভোগ করতে পারেন সেই সুযোগ তৈরী করা আপনাদের দায়িত্ব।

আজকের বাজার/এমএইচ