১৬ ওভারে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান

মেহরাজ মোর্শেদ : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ৬৯ রান।

প্রিটোরিয়াসের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩১ রানে ফিরে গেছেন ওপেনার ইমরুল কায়েস।

এর আগে রাবাদার বলে ডু প্লেসিসের হাতে তালুবন্দী হয়ে ব্যক্তিগত ২১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন অপর ওপেনার লিটন দাস।

ওয়ান ডাউনে নামা সাকিব অপরাজিত আছেন ১১ রানে। সাকিবের সঙ্গী মুশফিক ৬ রানে অপরাজিত।

আজকের বাজার : এমএম / ১৫ অক্টোবর ২০১৭