১৬ কেজি কমালেন কারিনা!

কারিনা কাপুর. বলিউডে নায়িকাদের সাইজ জিরো ফিগার জনপ্রিয় করিয়েছিলেন তিনি। কিন্তু সন্তান হওয়ার পর অনেকদিন আরালে ছিলেন কারিনা। যার অন্যতম কারণ ছিল সন্তান ও তার বাড়তি ওজন। তবে নিজেকে আবারো আগের কারিনায় ফিরিয়ে নিতে নিয়মিত জিম করছেন তিনি। এরইমধ্যে ১৬ কেজি ওজন কমিয়েছেন।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, কারিনার সন্তান জন্মের দেড় মাস পর থেকেই শরীর চর্চা করতে শুরু করেন। কিন্তু এবার আর আগের মতো জিরো ফিগারের টার্গেট ঠিক করেননি তিনি। ওজন কমাতে চান ঠিকই কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে ফিট এবং ফ্লেক্সিবল রাখা উদ্দেশ্য।

এ বিষয়ে কারিনা বলেন, যেহেতু ছবিতে নিয়মিত হচ্ছি তাই নিজের ফিটটেস ঠিক করা জরুরি। এটিও পেশাদারিত্বের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে আমি নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে যাচ্ছি।

তবে নিন্দুকেরা সমালোচনা করে বলছেন ফিট থাকার উদ্দেশ্যে নয়, কারিনা আবারো জিরো ফিগারে আসতে জিমে যাচ্ছেন।

কারিনা এই প্রসঙ্গে বলেন, জিমে যাওয়া মনেই জিরো ফিগার হওয় নয়। আমি নিজের কাজের ফাঁকে জিম করতে ভালোবাসি। আর ফিটনেসটাই মূল কারণ।

এস/