১৬ নভেম্বর আসছে উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস

ফের বাংলাদেশে আসছে বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস ইন্টারন্যাশনাল। আগামী ১৬ নভেম্বর হাসপাতালটি বাংলাদেশে অবতরণ করবে। অবস্থান করবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এ নিয়ে দশমবারের মতো বাংলাদেশে আসছে অরবিস।

গতকাল ২৫ অক্টোবর রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে অরবিসের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহা. নুরুল হক।

পৃথিবীর একমাত্র উড়ন্ত হাসপাতাল অরবিস ইন্টারন্যাশনাল। এটি সর্বাধুনিক, মানসম্মত, স্বয়ংসম্পূর্ণ আমেরিকান অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত টিচিং হাসপাতাল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে ও ন্যাশনাল আই কেয়ারের সার্বিক সহযোগিতায় ২০০৯ সালের পর আবার বাংলাদেশে আসছে এটি। চতুর্থবারের মতো এবার চট্টগ্রামেও যাবে এই হাসপাতাল।

অরবিস আত্মপ্রকাশের তিন বছরের মাথায় ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে আসে। সর্বশেষ এসেছিল ২০০৯ সালে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, চোখের জটিল রোগের চিকিত্সা এবং চক্ষুচিকিত্সক ও চক্ষুসেবায় নিয়োজিত নার্স ও বায়োমেডিকেল টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টির জন্য হাসপাতালটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমাদৃত।

আজকের বাজার:এলকে/এলকে ২৫ অক্টোবর ২০১৭