এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে পাঁচ তরুনের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে ৪ ভারতের ঝাড়খণ্ড প্রদেশের চাত্রা জেলার রাজাতেন্দুয়া গ্রামে ।
ঝাড়খণ্ড পুলিশের মহাপরিদর্শক আশিষ বাত্রা জানান, গ্রামের এক পঞ্চায়েত নেতা ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। ওই সময় অভিযুক্ত পাঁচ ধর্ষকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এনিয়ে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে পঞ্চায়েত নেতা ও সদস্যদের ঝগড়া হয়। পরে অভিযুক্তরা ওই কিশোরীর বাড়িতে পৌঁছে ঘরে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুড়ে মারা যায় ওই কিশোরী।
আশিষ বাত্রা আরো জানিয়েছেন এ ঘটনার পর অভিযুক্ত পাঁচ ধর্ষক গ্রাম ছেড়ে পালিয়েছে। তবে পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে।
আজকের বাজার/আর আই এস