ভোলায় ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় ১ হাজার ৭৪৪ পিস ইয়াবাসহ নুরে আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নুরে আলম পাহাড়তলি উপজেলার দক্ষিণ কাটতলি গ্রামের পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রোববার জেলার ইলিশা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে ওই ফাঁড়ির ইনর্চাজ মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সকালে ইলিশা ঘাটে মজু চৌধুরী হাট থেকে আসা খিজির নামক লঞ্চের যাত্রী নুরে আলমের ব্যাগ তল্লাশি করে। এ সময় ১ হাজার ৭৪৪ পিস ইয়াবা পাওয়া যায়।

আজকের বাজার/আরআইএস/রাসেল