চীনের হুবেই প্রদেশে থাকা ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে না আনার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বলেছেন, ‘ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের দেশে না ফেরানোই ভালো হবে।’
সোমবার, ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ আয়োজিত ‘ডিক্যাব টকে’ রাষ্ট্রদূত এই পরামর্শ দেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘তাদের মাধ্যমে করোনাভাইরা সংক্রমণের ঝুঁকি আছে। আমি চাই না বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ুক। ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের দেশে না ফেরানোই ভালো হবে।’
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে শুরু হওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শহরটি থেকে ৩১২ বাংলাদেশিকে সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর প্রদেশটির বিভিন্ন শহরে থাকা ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনা হবে না বলে সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এতে করে সরকারের সমালোচনা আসে বিভিন্ন মহল থেকে।
সরকারের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, চীনের হুবেই প্রদেশে থাকা ১৭১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা হবে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলেননি তিনি।
গত বছরের শেষের দিকে উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৫ জনে। দেড় মাস পেরিয়ে গেলেও এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার কমাতে হুবেই প্রদেশে চলাফেরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে চীন সরকার।
আজকের বাজার/এমএইচ