ভারতে মহারাষ্ট্র থেকে পাঞ্জাবে ফিরে যাওয়া ১৭৩ শিখ তীর্থযাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ পাঞ্জাবের জন্য ব্যাপক প্রতিকূলতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।-খবর এনডিটিভির
দেশজুড়ে লকডাউন ঘোষণার মধ্যেই মহারাষ্ট্রের ন্যানডিডে গুরুদুয়ারা হাজুর সাহিবে আটকা পড়েছিলেন শিখ তীর্থযাত্রীরা।
গত ২২ এপ্রিল থেকে তারা পাঞ্জাবে ফিরতে শুরু করেন। কিন্তু তাদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ আসে আরও পাঁচদিন পর।
এসব তীর্থযাত্রীকে সঠিকভাবে কোয়ারেন্টিন নিশ্চিত না করায় পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবর সিং সিধুর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু তিনি পুরো দায় চাপিয়ে দিচ্ছেন মহারাষ্ট্র সরকারের ওপর।