করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া ২০১৯/২০ মৌসুমের প্রিমিয়ার লিগ ১৭ জুন থেকে পুনরায় শুরু করার ব্যপারে ক্লাবগুলো রাজী হয়েছে। তবে এ জন্য সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী নিশ্চিত করার ওপর তাগিদ দিয়েছে ইংলিশ ক্লাবগুলো।
১৭ জুন থেকে লিগ শুরু হলেও ঐদিন বন্ধ হবার আগে স্থগিত হওয়া এ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনালের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১৯ জুন থেকে পূর্নাঙ্গ সূচীতে ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সূচি নিশ্চিত করা হয়েছে। করোনাভাইরাসের কারনে সবগুলো ম্যাচই হবে দর্শকবিহীন স্টেডিয়ামে।
প্রিমিয়ার লিগ কর্তপক্ষ বাকি থাকা ৯২টি ম্যাচই বৃটেনে সরাসরি সম্প্রচারের প্রস্তাব অনুমোদন করেছে।
এ সম্পর্কে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেছেন, ‘১৭ জুন থেকে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো পুনরায় শুরুর ব্যপারে সমঝোতা হয়েছে। কিন্তু যথাযথ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার আগে এই তারিখ নিশ্চিত বলেই ধরে নেয়া যায়। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদেও সুস্বাস্থ্যই এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার।